রবিবার, ২৮ আগস্ট, ২০১১

তোমাদের জন্য লেখা


তোমাদের জন্য লেখা

কিশোর-বিজয় দিবস সংখ্যা-২০১০

মহান বিজয় দিবস-২০১০ উপলক্ষে প্রকাশিত হয়েছে 'কিশোর' শিরোনামের এই আলোচ্য সংকলনটি। এটি সম্পাদনা করেছেন বিশিষ্ট শিশু-সাহিত্যিক আশরাফুল আলম পিন্টু। সংকলিত সমস্ত রচনাই আমাদের মুক্তিযুদ্ধের বিষয়কে নিয়ে। এসব রচনায় আমাদের মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী নানা ঘটনার কথা ফুটে উঠেছে। ফুটে উঠেছে দসু্য পাকিস্তানি সেনাদের নির্যাতন-হত্যার কথা।

অনেকগুলো গল্প, কবিতা, ছড়া, মুক্তিযুদ্ধবিষয়ক বই পরিচিতি এবং একটিমাত্র মুক্তিযুদ্ধবিষয়ক আহমদ রিয়াজের লেখা প্রবন্ধ দিয়ে এটি সাজানো হয়েছে। প্রবন্ধটি ছোট হলেও সঠিক তথ্যে পরিপূর্ণ। তবে এ ধরনের আরো ৪/৫টি রচনা সংকলিত করা উচিত। গল্প, কবিতা ও ছড়াগুলো সুনির্বাচিত। মূলত বাংলাদেশে যারা গত ৫০ বছর ধরে শিশু-কিশোর সাহিত্যচর্চা করছেন, তাদের লেখা এ সংকলনটিতে স্থান দেয়া হয়েছে। লিখেছেন: এখলাসউদ্দিন আহমদ, হালিমা খাতুন, কাইজার চৌধুরী, মঞ্জু সরকার, রোকেয়া খাতুন রুবী, এনায়েত রসুল, খন্দকার মাহমুদুল হাসান, আমীরুল ইসলাম, মাহবুব রেজা, আহসান হাবীব, মোস্তফা হোসেইন, ধ্রুব এষ, আন্দালিব রাশদী প্রমুখ।

ছড়া-কবিতা লিখেছেন: ফয়েজ আহমদ, সুকুমার বড়-য়া, আসাদ চৌধুরী, অরুণাভ সরকার, আবু সালেহ, মাহমুদউলস্নাহ, খালেক বিন জয়েনউদদীন, সিরাজুল ফরিদ, ফারুক নওয়াজ, লুৎফর রহমান রিটন, জ্যোতির্ময় মলিস্নক, আহমদ জসিম, আসলাম সানী, আলম তালুকদার আহমদউলস্নাহ, গোলাম কিবরিয়া পিনু, ফারুক হোসেন, দেলওয়ার বিন রশীদ, নাসের মাহমুদ, আলী হাবিব, আনজীর লিটন, উৎপল কান্তি বড়-য়া, তাহমিনা কোরাইশী, বকুল হায়দার, ওয়াসিফ-এ খোদা, সারওয়ার উল ইসলাম, আরিফ হাসান, জগলুল হায়দার, কামাল হোসাইন, নীহার মোশারফ, মালেক মাহমুদ প্রমুখ। একমাত্র উপন্যাসটি লিখেছেন হোসেন শওকত। সংকলনটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন ধ্রুব এষ। প্রকাশিত হয়েছে শাহবাগস্থ কিশোর সাহিত্য কেন্দ্র থেকে। মূল্য: ষাট টাকা। এটি ছোট-বড় সকলের কাছে সমাদৃত হবে।

_খালেক বিন জয়েনউদদীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন