মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

চাঁদপুর জাসাসের সভায় হট্টোগোল কমিটি বিলুপ্ত


চাঁদপুর জাসাসের সভায় হট্টোগোল কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার, চাঁদপুর হ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সভা গত বুধবার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জাসাসের সভাপতি গোলাম মো¯-ফা রতন এবং সাধারণ সম্পাদক হারুন আল-রশীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক মুক্তিযোদ্ধা পীরজাদা আবু সালেহ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম বিভাগীয় জাসাসের যে সকল কমিটি দুর্বল রয়েছে তা ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদেশে একটি টিম গঠন করে চট্টগ্রাম বিভাগীয় নিক্রিয় কমিটিগুলোর কার্যক্রম কোন অবস্থায় আছে তা প্রথমে খতিয়ে দেখবো। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার কমিটি গঠন করা হয়েছে। আজ চাঁদপুরে সাংগঠনিক সভায় আমরা মিলিত হয়েছি। আমরা চাই বিরোধ বিভেদ ভুলে গিয়ে কিভাবে প্রত্যেকটি জেলায় জাসাসকে শক্তিশালী করা যায়। আপনাদের মনোকষ্ট রেখে আমরা কোনো কমিটি গঠন করতে চাই না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্র্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর শিকদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সমন্বয়কারী শেখ মোঃ মহীউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় উপ-কমিটি ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডঃ সামছুল হুদা, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন