রবিবার, ২৮ আগস্ট, ২০১১

বিএফইউজে-ডিইউজের ইফতারে জোট নেতাদের সঙ্গে সাংবাদিকদের মিলন মেলায় খালেদা জিয়া

News BNN » Blog Archive » বিএফইউজে-ডিইউজের ইফতারে জোট নেতাদের সঙ্গে সাংবাদিকদের মিলন মেলায় খালেদা জিয়া

বিএফইউজে-ডিইউজের ইফতারে জোট নেতাদের সঙ্গে সাংবাদিকদের মিলন মেলায় খালেদা জিয়া

Added on - August 11, 2011, by admin
বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ চারদলীয় ঐক্যজোট ও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে সাংবদিকদের মিলন মেলায় পরিণত হয়। বিএনপি সমর্থিত অংশের আমন্ত্রণে এ ইফতারে বিএফইউজে ও ডিইউজের দুই অংশের সাংবাদিক নেতারাই অংশ নেন।
ইফতারের পরে সাংবাদিক নেতাদের সঙ্গে আড্ডায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, নির্যাতন-নিপীড়নে ভয় পেলে চলবে না। ঈদের পরে দেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। সাংবাদিক নেতারাও আড্ডার আলোচনায় দেশে সাংবাদিক নির্যাতনের চিত্র বিরোধী দলীয় নেতার কাছে তুলে ধরেন। তিনি প্রেস ক্লাবের টিভি কক্ষে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আড্ডায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এর আগে খালেদা জিয়া প্রেসক্লাব মিলনায়তনে এলে তাকে স্বাগত জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, সহকারি সম্পাদক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল আজিজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ সিনিয়র সাংবাদিকরা।
ইফতার অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজের (আওয়ামী সমর্থিত অংশের) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সহসভাপতি কার্তিক চ্যাটার্জি, সাবেক মহাসচিব মনজুরুল আহসান বুলবুল, কলামিস্ট মাহফুজউল্লাহ, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সকালের খবর সম্পাদক রাশিদুন নবী বাবু, এনটিভির সিএনই খায়রুল আনোয়ার মুকুল, বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, সাংবাদিক খন্দকার মনিরুল আলম, গোলাম তাহাবুর, আবু সালেহ, মাহমুদ শফিক, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, বার্তা২৪ ডটনেট এর সম্পাদক ও ডিইউজের সাবেক সেক্রেটারি সরদার ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক অলিউল্লাহ নোমান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারি সেক্রেটারি ব্যারিস্টার আবদুর রাজ্জাক, প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, নুরুল ইসলাম বুলবুল, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্তুজা, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, ধর্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন