রবিবার, ২৮ আগস্ট, ২০১১

পোস্টার ছেপে রোশানলে

http://www.google.com/imgres?imgurl=http://www.probashibarta.com/admin/upload_images/1300208592poster.JPG&imgrefurl=http://www.probashibarta.com/bn/probashibarta.php%3Fcat%3D23%26NewsDate%3D2011-03-15&usg=__dj_-yt3B1yoXXgjGM5Y3rW4t5Bk=&h=424&w=650&sz=328&hl=en&start=55&sig2=0dlrDvdx5sI41WBH8DfaDQ&zoom=1&um=1&itbs=1&tbnid=JChD0j4ikH7IpM:&tbnh=89&tbnw=137&prev=/search%3Fq%3D%25E0%25A6%2586%25E0%25A6%25AC%25E0%25A7%2581%2B%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%25B9%26start%3D40%26um%3D1%26hl%3Den%26sa%3DN%26rlz%3D1C1DVCL_enBD422BD423%26biw%3D1332%26bih%3D707%26ndsp%3D20%26tbm%3Disch&ei=PC9aTtSXPNCIrAfCk93BCg

পোষ্টার নিয়ে তোলপাড় ॥ ছেপে হুমকির মুখে নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারন সম্পাদক.
 
এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। প্রখ্যাত ছড়াকার আবু সালেহ এর এই লাইনটি ব্যবহার করে
 
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও বর্তমান সরকারের নির্যাতনের আরও কিছু ছবি সম্বলিত পোষ্টার নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আর এ পোষ্টার ছেপে হামলা ও মামলার হুমকির মধ্যে পড়েছেন নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল। ঢাকা-নারায়ণগঞ্জে এই পোষ্টারটি দেয়ালে দেয়ালে সাটানোর পরে একই সঙ্গে সাধুবাদ ও হুমকির মুখে পড়েন এটিএম কামাল। গতকাল মঙ্গলবার সকাল থেকে পোষ্টারের প্রচার সম্পাদক মহিউদ্দিন মোল্লাকে টেলিফোন হুমকির মধ্য দিয়ে শুরু হয় হামলা ও রাষ্ট্রদ্রোহ মামলা দেয়ার ধমক। এরি ধারাবাহিকতায় একই পদ্ধতিতে নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারন সম্পাদককে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে এটিএম কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি হুমকির কথা স্বীকার করে বলেন, আমরা এখন চরম দু:শাসনের মধ্যে পতিত একটি জাতি। আজ বিচার চাইবার শেষ স্থানটিও বিতর্কিত। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতিতে দেশের মানুষের বাক স্বাধীনতা হরন করে নিয়েছে এ সরকার। ফ্যাসিবাদী সরকারের এই আচরনে আমরাও আজ শংকিত। আগামী ১৮ এপ্রিল আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাজার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু নির্ভিক কলম সৈনিক মাহমুদুর রহমানের মুক্তি নিয়ে যদি কোন রকম টালবাহানা করা হয় তাহলে এদেশের সচেতন মানুষ রাস্তায় নামবে। দু:র্বার আন্দোলন গড়ে তোলা হবে। হুমকি ধমকি দিয়ে বাক স্বাধীনতা রুদ্ধ করা যায় না। তিনি হুমকীদাতাদের এই মুহুর্তে নাম উল্লেখ না করে বলেন, যদি প্রয়োজন হয় তাহলে এসকল ব্যক্তিদের নাম মিডিয়াতে প্রকাশ করা হবে। এদিকে এই পোষ্টারকে কেন্দ্র করে হুমকি দেবার ঘটনায় নারায়ণঞ্জে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন