রবিবার, ২৮ আগস্ট, ২০১১

বাকশালের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে : মোশাররফ


বাকশালের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে : মোশাররফ
 
পিবিসি নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, বাকশালের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে সংগঠিত করে সরকারের বাকশাল কায়েমের অপচেষ্টা প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করে আরও বলেন, সরকার অত্যন্ত সুকৌশলে দেশে বাকশাল কায়েমের অপচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক দলীয় বাকশাল কায়েম ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।মোশাররফ হোসেন বলেন, একমাত্র বাংলাদেশেই রাজনৈতিক দলের নির্বাচিত সাংসদরা মাত্র এগারো মিনিটের ব্যবধানে সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এ ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।তিনি অভিযোগ করেন, একদিকে সরকার গ্যাসের অপ্রতুলতার কথা বলে দেশের শিল্প এলাকাগুলোতে গ্যাস রেশনিং করছে অন্যদিকে গ্যাস রপ্তানির জন্য চুক্তি করছে। তাদের এই স্ববিরোধী কর্মকাণ্ড থেকেই বোঝা যায় তারা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনা করে না।কৃষকদলের সভাপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন গাজী, কৃষকদল নেতা হাসান জাকির তুহিন ও ছড়াকার আবু সালেহ প্রমুখ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন