রবিবার, ২৮ আগস্ট, ২০১১

দেশের রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা চলছে


আলোচনা সভায় বক্তারা

দেশের রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা চলছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-১১-২০১০
দেশের রাজনৈতিক নেতৃত্বে শূন্যতা চলছে। নেতাদের চরিত্র হরণ হয়ে গেছে। যে কারণে সন্ত্রাস-দুর্নীতি বেড়েই চলছে। গতকাল বুধবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছেন। মওলানা ভাসানী বেঁচে থাকলে হাসিনা এমন চুক্তি করার সাহস দেখাতেন না।
ভাসানী স্মৃতি সংসদের সাবেক সভাপতি খোরশেদ আলম বলেন, রাজনৈতিক নেতৃত্বে শূন্যতার সুযোগে রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীরা মিলে দেশে দুর্নীতির বিস্তার ঘটাচ্ছে। এদের রুখতে দেশে সাংস্কৃতিক বিপ্লব আসন্ন।
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) নেতা শামসুজ্জামান মিলন বলেন, দেশের রাজনৈতিক শূন্যতা দূর করতে বর্তমানে মওলানা ভাসানীর মতো নেতৃত্বের প্রয়োজন।
ভাসানী স্মৃতি সংসদের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন, কবি আল মুজাহিদী, নাট্যশিল্পী ক্যামেলিয়া, ছড়াকার আবু সালেহ প্রমুখ বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন