সোমবার, ২৯ আগস্ট, ২০১১

বিএফইউজে-ডিইউজে'র ইফতার মাহফিলে খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতৃবৃন্দের যোগদান


বিএফইউজে-ডিইউজে'র ইফতার মাহফিলে খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতৃবৃন্দের যোগদান
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়ায় শরীক হন -সংগ্রাম
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ ইফতার মাহফিলে যোগদান করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল প্রাঙ্গণে এসেই বেগম জিয়া উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, খেলাফত মজলিস আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, জাগপা প্রধান শফিউল আলম প্রধান, ঢাবির সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহম্মেদ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জাতীয় প্রেসক্লাব সেক্রেটারি কামাল উদ্দিন সবুজ, ডিইউজে সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, শিক্ষক কর্মকর্তা ঐক্য পরিষদের আহবায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএফইউজে মহাসচিব এম এ আজিজ, ড্যাব মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দৌজা বাদল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সানাউল্লাহ মিয়া, লেবারপার্টিও ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাংবাদিক, সাদেক খান, আমানউল্লাহ কবির, বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি, এম কে আনোয়ার এমপি, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহাম্মেদ, কবি আবদুল হাই শিকদার, ঢাকা মহানগর জামায়াতের সহাকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, পল্টন থানা আমীর ড. শফিকুল ইসলাম মাসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, সৈয়দা আসিফা আশফিয়া পাপিয়া এমপি, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মহিলা এমপি সাইমুন বেগম, ছড়াকার আবু সালেহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, আমিনুর রহমান মজুমদার, সাংবাদিক আখতার ইউছুফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও পেশাজীবী নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করেন দৈনিক সংগ্রামের চিফ সাব এডিটর মোঃ সাদাত হোসাইন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন