রবিবার, ২৮ আগস্ট, ২০১১

ডিইউজে’র দ্বিবার্ষিক সাধারণ সভা আজ ভোটগ্রহণ শুক্রবার

Daily Amardesh -ঢাকা, বৃহস্পতিবার ২৪ মার্চ ২০১১, ১০ চৈত্র্য ১৪১৭, ১৮ রবিউস সানি ১৪৩২

ডিইউজে’র দ্বিবার্ষিক সাধারণ সভা আজ ভোটগ্রহণ শুক্রবার

স্টাফ রিপোর্টার
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা আজ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এ সভা শুরু হবে। দ্বিবার্ষিক সভার পর আগামীকাল সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সাজু-খুরশীদ এবং শহীদ-বাকের এ দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন সদ্য কারামুক্ত দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমদ, গিয়াস কামাল চৌধুরী, আমানুল্লাহ কবির, বর্তমান সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
শুক্রবার সকাল ৯টা থেকে ১টা এবং ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এলাহী নেওয়াজ-খুরশীদ আলম পরিষদের প্রার্থীরা হলেন—সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, সহসভাপতি শাহ আহমদ রেজা, খন্দকার হাসনাত করিম, আহমেদ সেলিম রেজা, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুগ্ম সম্পাদক এএসএম অলিউল্লাহ নোমান, কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, সাংগঠনিক সম্পাদক রফিক মুহাম্মদ, প্রচার সম্পাদক মোস্তফা তারিক আল বান্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, জনকল্যাণ সম্পাদক মো. বদিউল আলম, দফতর সম্পাদক এম এ নোমান, সদস্য আজহার আলী সরকার, আলম হোসেন, আবদুস সেলিম, এইচএম জালাল আহমেদ, তানভীর আহমেদ, নুরুল হোসেন কাইয়ুম, মো. মাসুদুর রহমান মাসুদ ও মো. দিদারুল আলম।
শহীদ-বাকের পরিষদের প্রার্থীরা হলেন—সভাপতি আবদুস শহীদ, সহসভাপতি আবু সালেহ, ইসমাইল হোসেন দিনাজি, মো. খায়রুল বাশার, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন খান, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রচার সম্পাদক মো. আবদুল বাসেত মিয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. হাসান শরীফ, জনকল্যাণ সম্পাদক হামিদুল ইসলাম সরকার, দফতর সম্পাদক আকন আবদুল মান্নান, নির্বাহী পরিষদ সদস্য আবদুস সেলিম, আমিরুল মোমেনিন মানিক, একাব্বর আলী, মাইনুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, মো. হারুনুর রশিদ, শওকত রেজা ও শরিফ আবদুল গোফরান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন