রবিবার, ২৮ আগস্ট, ২০১১

শেখ মুজিব ৩৪ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছিলেন -বরকত উল্লাহ বুলু


শেখ মুজিব ৩৪ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছিলেন -বরকত উল্লাহ বুলু

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন, শেখ মুজিবুর রহমান ৩৪ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন। গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে মুজিব এ দেশে প্রথম রাষ্ট্রপতি শাসন এনেছিলেন। গতকাল বুধবার ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্মৃতি সংসদের সভাপতি এডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক আল মুজাহিদী, ছড়াকার আবু সালেহ, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক মিলু, সাবেক নেতা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, যুবদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুস সালাম প্রমুখ। বরকত উল্লাহ বুলু আরো বলেন, শতাব্দির কালজয়ী পুরুষ ছিলেন মওলানা ভাসানী। তিনি ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাকে বাদ দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস লেখা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উত্তরসুরি ছিলেন। জিয়াউর রহমান মওলানা ভাসানীর স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন।
কবি আল মুজাহিদী বলেন, মওলানা ভাসানী স্বাধীনতার স্থপতি পুরুষ। তিনিই প্রথম দেশের স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি শুধু দেশের নন, সমগ্র উপমহাদেশের নেতা ছিলেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। ভাসানীর আদর্শের অনুসারীদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
This e

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন