পুরাতন ছড়া


দুটি ছড়া

আবু সালেহ

১. এখন তো নেই আগের মত শাপলাভরা বিল

রোদও যেনো সবুজ পাতায় করে না ঝিলমিল

শিউলীতলায় ফুল কুড়াতে যায় না খোকা-খুকু

তবু শরৎ জোছনা রাতে রাখে হাসিটুকু।



২. একটি ছড়া বাঁশবাগানের মাথায়

দ্বিতীয়টি ভর-দুপুরের ছাতায়

তৃতীয় যে বট-পাকুড়ের পাতায়

শেষেরটা রয় বাঁধাই করা খাতায়।