সোমবার, ১২ মার্চ, ২০১২

আবু সালেহ’র ছড়া : চলো চলো ঢাকা চলো-২০১২


আবু সালেহ’র ছড়া : চলো চলো ঢাকা চলো-২০১২

গুম হত্যা অপহরণ নিত্য দিনের চিত্র
যখন দেখি সন্ত্রাসীরা শাসক দলের মিত্র
প্রতিবাদের মিছিল নিয়ে সমস্বরে বলো
প্রতিহত করতে হবে চলো চলো ঢাকা চলো।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে নেই স্বস্তি
অগ্নিকাণ্ডে যাচ্ছে পুড়ে বসতবাড়ি বস্তি
স্বপ্ন দেখার চক্ষুগুলো করছে ছলোছলো
বেঁচে থাকার দাবি নিয়ে চলো চলো ঢাকা চলো।

শেয়ারবাজার লুট করেছে অর্থনীতি মৃত
শাসক দলের অবহেলায় কেউ হয়নি ধৃত
দেশটা যেনো মগের মুলুক লুটেরাদের হলো
প্রতিকারের কথা নিয়ে চলো চলো ঢাকা চলো।

জাতির জীবন ওষ্ঠাগত দোর জানালা বন্ধ
ন্যায় বিচারের পাল্লা ভাঙা বিবেক মহা অন্ধ
এ সময়ে রুখে দাঁড়াও আগুন হয়ে জ্বলো
জালিমশাহী হটিয়ে দিতে চলো চলো ঢাকা চলো।

নতজানু বিদেশনীতি স্বাধীনতা যায় যে
নতুন করে শিকল বাঁধে এই জনতার পায় যে
বাঁচতে হলে তাদের আসন করো টলোমলো
ডাক এসেছে রুখতে তাদের চলো চলো ঢাকা চলো।

কেয়ার টেকার বাদ দিয়েছে চোরাই ভোটে জিততে
জনগণের রায়কে তারা করে দেবে মিথ্যে
ভেঙে দিতে ইভিএম-এর কূট কৌশল কলও
সংঘবদ্ধ হয়ে সবাই চলো চলো ঢাকা চলো।

ঢাকা তারা লাশ করেছে দুই টুকরো দেহ
ইতিহাসের পাঠ নেয়নি শাসক কুলের কেহ
তথাকথার গর্ব করার শেখ মুজিবের দলও
ঢাকার জীবন ফিরিয়ে দিতে চলো চলো ঢাকা চলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন