বুধবার, ৯ নভেম্বর, ২০১১

আবু সালেহ এর ছড়া বিজয়

যখন উঠবে ধান কৃষকের ঘরে
যখন কৃষাণীর ঐ নোলক নড়ে
তখন বিজয় যেনো ছবির মত
তখন বিজয় যেনো কবির মত
যখন শ্রমিক পায় শ্রমের দাম
যখন জুড়ায় তার দেহের ঘাম
তখন বিজয় যেনো চাঁদের হাসি
তখন বিজয় যেনো বাঁশের বাঁশি।

যখন বেকার পায় আয়ের পথ
যখন সুন্দর হয় ভবিষ্যৎ
তখন বিজয় যেনো দেয় সে নাড়া
তখন বিজিয় যেনো সোঁতের ধারা
যখন পথিক বলে নিরাপদ হই
যখন মনের কথা সবারে কই
তখন বিজয় যেনো মুক্ত হাওয়া
তখন বিজয় যেনো নিজেকে পাওয়া ।

যখন আমার মনে থাকেনা ভয়
যখন তোমার কোন সুখবর হয়
তখন বিজয় যেনো আপন কেউ
তখন বিজয় যেনো তোলে সে ঢেউ
যখন দেশের সীমায় ওড়ে না বাঁজ
যখন দেশের মাটি মাথার তাজ
তখন বিজয় যেনো পতাকায় ওড়ে
তখন বিজয় যেনো দাঁড়ায় যে দোরে।

যখন রোগীর শ্বাস পায় সে ফিরে
যখন ছিন্নমূল যায় সে নীড়ে
তখন বিজয় যেনো পূর্ণতা পায়
তখন বিজয় যেনো সারাদেশ ছায়
যখন হয়না খুন যত্রতত্র
যখন ঝরে না আর সবুজ পত্র
তখন বিজয় এসে সাজায় ঘর
তখন বিজয় যেনো থাকেন না পর ।

যখন শান্তি পায় সমাজ জীবন
যখন রাজনীতি হয় অমূল্য ধন
তখন এদেশ যেনো শীতল পাঁটি
তখন বিজয় যেনো শক্ত ঘাঁটি
যখন সাক্ষর হয় দেশের মানুষ
যখন ওড়ে না আর আকাশে ফানুস
তখন বিজয় যেনো প্রেমের মত
তখন বিজয় যেনো সারায় ক্ষত।

যখন গরীব ঘরে সাঁজালের ধুপ
যখন শেয়ালের ডাক নিরবে চুপ
তখন বিজয় যেনো কাছের কেউ
তখন বিজয় যেনো তোলে যে ঢেউ
যখন সকলে মিলে দেশকে ভাবে
যখন সকলে মিলে কোরাস গা'বে
তখন বিজয় যেনো হাতের মুঠোয়
তখন বিজয় যেনো শক্ত খুঁটোয়।

যখন উন্নয়নে সকলে শামিল
যখন রাষ্ট্রনীতি হচ্ছে তামিল
তখন বিজয় যেনো প্রেমের ফুল
তখন বিজয় যেন কলমির দুল
যখন ছাত্র সমাজ সবার আপন
যখন ক্যাম্পাসে আর রয়না কাঁপন
তখন বিজয় যেনো সার্থক হয়
তখন বিজয় যেনো উন্নত রয় ।

যখন আমরা সবাই হিংসা ভুলি
যখন ধারন করি স্বপ্ন গুলি
তখন জীবন যেন মধুর লাগে
তখন বিজয় যেনো হ্নদয় জাগে
যখন মুক্তিযোদ্ধা হাসতে পারে
যখন সবাই ভালোবাসতে পারে
তখন বিজয় যেনো সুবাস ছড়ায়
তখন বিজয় এসে হ্নদয় ভরায় ।

যখন উৎপাদনে উন্নত দেশ
যখন রয়না মনে দ্বেষ বিদ্বেষ
তখন বিজয় যেন গর্বে ভরে
তখন বিজয় হাসে সবার ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন